Apollo Hospital

নয়া পদ্ধতিতে রেডিয়েশন

এই পদ্ধতিতে অনেক নির্দিষ্ট ভাবে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে চিহ্নিত করে মেরে ফেলা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০১:২৪
Share:

প্রতীকী ছবি।

ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন একটি গুরুত্বপূর্ণ অংশ। রেডিয়েশনের মাধ্যমে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে মেরে ফেলা হয়। যাতে সেগুলি আর ছড়াতে না পারে। কিন্তু সেই ক্যানসার আক্রান্ত কোষগুলির পাশাপাশি রেডিয়েশনে নষ্ট হয়ে যায় অনেক সতেজ-স্বাভাবিক কোষও। ফলে রেডিয়োথেরাপির সময়ে শরীরে অন্য অনেক উপসর্গও দেখা দেয়।

Advertisement

এ বার অ্যাপোলো হাসপাতাল চালু করল নতুন ‘হ্যালসিওন রেডিয়েশন’। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে অনেক নির্দিষ্ট ভাবে ক্যানসার আক্রান্ত কোষগুলিকে চিহ্নিত করে মেরে ফেলা যাবে। স্বাভাবিক কোষ তুলনায় কম ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি বুধবার জানিয়েছেন, ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন এই পদ্ধতি যে হেতু আগের রেডিয়েশন ব্যবস্থার চেয়ে আরও দ্রুত কাজ করতে সক্ষম, তাই আরও অনেক বেশি রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। এই চিকিৎসার খরচও সাধারণ রেডিয়েশন চিকিৎসার থেকে বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement