APDR

বইমেলায় স্টল: গিল্ডকে চিঠি এপিডিআরের

কলকাতা বইমেলায় তাদের স্টল না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৯:৫৫
Share:

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে খোলা চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন সমিতির কর্মীরা। —প্রতীকী চিত্র।

আসন্ন কলকাতা বইমেলায় তাদের স্টল না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে খোলা চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন সমিতির কর্মীরা।

Advertisement

মানবাধিকার কর্মী মোহিত রণদীপ বলেন, ‘‘গিল্ড জানিয়েছে, এ বারের বইমেলায় যাঁরা স্টল দিচ্ছেন, তাঁদের প্রত্যেকের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। কিন্তু এমন বেশ কিছু রাজনৈতিক সংগঠন আছে, যারা বহু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও তাদের স্টল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অথচ, মানবাধিকার রক্ষার পক্ষে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এপিডিআর-এর ভূমিকা যথেষ্ট গৌরবোজ্জ্বল। ইচ্ছাকৃত ভাবে আমাদের স্টল দেওয়া হয়নি।’’ যদিও গিল্ডের এক কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওঁরা বইমেলায় স্টল না পেয়ে জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলা খারিজ হয়ে গিয়েছে।’’ তাঁর দাবি, ‘‘ওই সংগঠনের শুধু যে রেজিস্ট্রেশন নেই তা-ই নয়, বইমেলায় স্টল করতে হলে যে সব নথি লাগে, যেমন ট্রেড লাইসেন্স, তা-ও তাদের কাছে নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement