সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ঝাঁপ দিয়ে পড়ে ক্যানসার আক্রান্ত এবং মানসিক অবসাদগ্রস্ত রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি দিল এপিডিআর। ওই সংগঠনের বক্তব্য, মৃত রোগী ধ্রুবপ্রসাদ চট্টোপাধ্যায় তাদের সদস্য ছিলেন। তারা জেনেছে, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তিনি হাসপাতালে নিজের শয্যা ছেড়ে উঠে করিডর দিয়ে হেঁটে আপৎকালীন দরজা খুলে একটি টুল জোগাড় করেন এবং তাতে উঠে ঝাঁপ দেন। এই প্রেক্ষিতে এপিডিআর নেতা রঞ্জিত শূরের প্রশ্ন, ‘‘ধ্রুববাবু নিজের শয্যা ছে়ড়ে উঠে ঝাঁপ দেওয়া পর্যন্ত হাসপাতালের কেউ তাঁকে খেয়াল করলেন না কেন? তিনি মানসিক অবসাদে ভুগছেন জেনেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাঁর নিরাপত্তার বিষয়ে যথেষ্ট যত্নশীল হননি?’’
পুলিশ কমিশনারকে রঞ্জিতবাবু জানিয়েছেন, আগেও ওই হাসপাতালে ঝাঁপ দিয়ে পড়ে রোগীমৃত্যুর ঘটনা ঘটেছে। তবু তাদের প্রশ্ন, কেন সাবধান হননি হাসপাতাল কর্তৃপক্ষ। ধ্রুববাবুর পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেছে ওই সংগঠন।