মাদক বিরোধী উদ্যোগ পুলিশের

লালবাজার সূত্রের খবর, গত এক বছরে এখনও পর্যন্ত এক কোটি টাকার বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের মাদকদমন শাখা। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাদক চক্রের বহু মাথাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০২:২৯
Share:

প্রতীকী ছবি।

মাদক-বিরোধী অভিযানে শামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই মিলতে পারে কলকাতা পুলিশের স্বীকৃতি। সঙ্গে ‘হ্যাশট্যাগ’-এ লিখতে হবে কলকাতা পুলিশ বা ‘ইউনাইটেড এগেন্সট ড্রাগস’। বেছে নেওয়া হবে সেরা তিনটি ছবিকে। শনিবার লালবাজার জানিয়েছে, ২৬ জুন বিশ্ব মাদক-বিরোধী দিবস। ওই দিনের থিম করা হয়েছে ‘ইউনাইটেড এগেন্সট ড্রাগস’। ওই দিন পড়ুয়াদের নিয়ে একটি মিছিলের পরিকল্পনা করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটও।

Advertisement

লালবাজার সূত্রের খবর, গত এক বছরে এখনও পর্যন্ত এক কোটি টাকার বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের মাদকদমন শাখা। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাদক চক্রের বহু মাথাকে। ‘শুদ্ধি’ প্রকল্পে গত এক বছরে ১৩৩ জনকে মাদকমুক্ত করার চেষ্টাও চালানো হয়েছে। এঁদের মধ্যে ২১ জন বর্তমানে মাদকমুক্ত জীবন কাটাচ্ছেন বলে লালবাজারের দাবি।

এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতেই ২৬ জুনের আগে সোশ্যাল মিডিয়ায় নাচ, গান, লেখা, দৌড়, বই পড়ার সময়ের ছবি পোস্ট করার অনুরোধ জানানো হয়েছে। এক পুলিশকর্তার কথায়, ‘‘ধরা যাক, কেউ গান গাওয়ার ছবি পোস্ট করছেন। ছবির সঙ্গে তাঁকে লিখতে হবে ‘গানকে বলুন হ্যাঁ, মাদককে বলুন না।’ একই ভাবে নাচের ক্ষেত্রে নাচকে হ্যাঁ, মাদককে না লিখতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement