Corona

কলকাতার একটি শিশু হাসপাতালে করোনায় আক্রান্ত দুই প্রসূতি

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা খারাপ হয়। পরীক্ষার পর তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২০ ২০:১৯
Share:

প্রতীকী চিত্র।

কলকাতার একটি শিশু হাসপাতালের আরও দুই প্রসূতি করোনা আক্রান্ত হলেন। প্রথমের দিকে তাঁদের করোনার উপসর্গ ধরা পড়েনি।

Advertisement

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা খারাপ হয়। পরীক্ষার পর তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

ওই হাসপাতালে আগে আরও তিন প্রসূতির করোনা আক্রান্ত হয়েছিলেন। তার জেরে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রেখে বাকি পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন: উপসর্গ কমলে টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছুটি, বিতর্কে নতুন কেন্দ্রীয় নিয়ম

ওই শিশু হাসপাতালে ফের দুই প্রসূতি করোনা আক্রান্ত হওয়ার পর, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের উপরে নজর রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, ওই দুই মহিলার শারীরিক অবস্থা সঙ্কটজনক নয়। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

আরও পড়ুন: দেশে করোনায় মৃত প্রায় ২ হাজার, শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত ২০ হাজারের কাছাকাছি

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতি আক্রান্ত হওয়ার পর, সেখানকার চিকিৎসক-নার্স থেকে শুরু করে অন্য স্বাস্থ্যকর্মীরাও করোনায় আক্রান্ত হন। রাজ্যের অন্যত্রও এমন ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement