ডেঙ্গিতে মৃত্যু আরও এক বালিকার

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মৃতার বেড টিকিটে ‘ডেঙ্গি শক সিনড্রোম’ লেখা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০০:৪৯
Share:

প্রতীকী ছবি।

নিউ মার্কেট এলাকার রুহুল মল্লিক (১১) ও রিজেন্ট কলোনির প্রজ্ঞা সাহার (৮) পরে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বালিকার। মৃতা বৃষ্টি দাসের (৯) বাড়ি কাঁকুড়গাছির শিবকৃষ্ণ দাঁ লেনে। কলকাতা পুরসভা সূত্রের খবর, ছ’দিনের জ্বর নিয়ে মঙ্গলবার বি সি রায় শিশু হাসপাতালে বৃষ্টিকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় ন’বছরের ওই বালিকার।

Advertisement

ওই হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ সন্দীপ সামন্ত এ দিন জানান, বৃষ্টির ডেঙ্গি হয়েছিল। তাঁর কথায়, ‘‘খুব খারাপ অবস্থায় এসেছিল মেয়েটি। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই আইসিইউ-এ দিতে হয়েছিল।’’ স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মৃতার বেড টিকিটে ‘ডেঙ্গি শক সিনড্রোম’ লেখা রয়েছে।

পুজোর সময়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে দুশ্চিন্তা ছিলই। এরই মধ্যে পঞ্চমীর দিন আরও একটি মৃত্যুর ঘটনা ঘটল। পুরসভা সূত্রের খবর, ছ’দিন ধরে জ্বরে ভুগলেও ঘরেই রাখা হয়েছিল ওই বালিকাকে। অথচ, জ্বর তিন দিন পেরোলেই রক্ত পরীক্ষা করানোর কথা। ওই বালিকার যে জ্বর হয়েছিল, সে ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর। বাড়ি বাড়ি সমীক্ষায় জ্বরের তথ্য কেন পাওয়া গেল না, স্বাভাবিক ভাবেই উঠেছে সেই প্রশ্ন। ওই ওয়ার্ডের (৩১ নম্বর) কাউন্সিলর সুনন্দা গুহ বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষকে সচেতন করার ক্ষেত্রে প্রচারে খামতি নেই। তা সত্ত্বেও কী ভাবে এমন ঘটল, দেখব।’’

Advertisement

ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘বাচ্চাটি ছ’দিন ধরে জ্বরে ভুগলেও পরিবার সে ভাবে গুরুত্ব দেয়নি বলে শুনেছি। মৃত্যুর চিকিৎসা সংক্রান্ত নথি স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement