jorabagan

জোড়াবাগানে নাবালিকাকে খুনের ঘটনায় জড়িত ছিলদু’জন,বেগুসরাই থেকে ধৃতআরও ১

মৃত্যু নিশ্চিত করতে গলায় ধারাল অস্ত্রের কোপও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
Share:

নিজস্ব চিত্র।

জোড়াবাগানে নাবালিকা খুনে এক জন নয়, জড়িত ছিল দু’জন। আগেই রক্ষী রাম কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়োন্দা বিভাগ। তাকে জেরা করে আরও একজনের বিষয়ে জানতে পারে পুলিশ। জালে পড়েছে অপর অভিযুক্তও। ধৃতের নাম রণবীর ওরফে রঘুবীর। ঘটনার পর সে বিহারে চলে যায়। আজ, সোমবার দুপুরে তাকে বেগুসরাই থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেনের ওই আবাসনে নিয়ে যায় আবাসনের দারোয়ানরা। সেখানে তার উপর যৌন নির্যাতন করা হয়। তার পর মৃত্যু নিশ্চিত করতে পরে গলায় ধারাল অস্ত্রের কোপও দেওয়া হয়। ওই বহুতল থেকেই মেয়েটির দেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি ধারাল ছুরিও। নাবালিকার ৪টি ভাঙা দাঁত ঘটনাস্থলে পড়েছিল।

বুধবার শোভাবাজার থেকে দিদিমার কাছে ঘুরতে এসেছিল মেয়েটি। রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। জোড়াবাগান থানায় অভিযোগও জানান পরিবারের লোকজন। তার কয়েক ঘণ্টা পরই এলাকার একটি বহুতল থেকে মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায়। সেই সময় তার পরনে কোনও পোশাক ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement