ফিরহাদ হাকিম।
‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতায় এ বার স্থান পায়নি মেয়র এবং মেয়র পারিষদদের নিজস্ব পুজো। উল্লেখ্য, শহরের দুর্গাপুজো নিয়ে গত কয়েক বছর ধরে প্রতিযোগিতার আয়োজন করে আসছে কলকাতা পুরসভা। এ বারই প্রথম প্রতিযোগিতার শুরুতে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, তাঁর ক্লাব চেতলা অগ্রণী এতে অংশ নেবে না। পরে সিদ্ধান্ত হয়, কোনও মেয়র পারিষদের পুজোই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে না।
বিচারকদের রায়ের পরে শুক্রবার প্রতিযোগিতার ফল ঘোষণা করেন মেয়র। ফিরহাদ-সহ চার মেয়র পারিষদের পুজো না থাকলেও উত্তর কলকাতার একাধিক পুজো পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে, যেগুলির সভাপতি হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘অতীনবাবু নিজে জানিয়েছেন, তিনি এলাকায় থাকেন বলে ওই পুজোগুলির সভাপতি মাত্র। কিন্তু সরাসরি পুজো পরিচালনা করেন না।’’
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ৪০০ পুজো কমিটির মধ্যে এ বার সফল হয়েছে ১০০টি পুজো। তাদের প্রত্যেককে পুরসভার তরফ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।