—ফাইল চিত্র।
পুলিশ কল্যাণ পর্ষদ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সামনেই পুলিশের এক শীর্ষ কর্তার আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন পর্ষদের নেতারা। বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশ কল্যাণ পর্ষদের ৬২টি ইউনিট অফিসের উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন পার্থবাবু।
এ দিনের অনুষ্ঠানে পর্ষদের দুই নেতা নাম না করে অষ্টম ব্যাটালিয়নের এক পদস্থ পুলিশকর্তার বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ আনেন। তাঁদের অভিযোগ, নানা অজুহাতে নিচুতলার পুলিশকর্মীদের বেতন কেটে নেওয়া হচ্ছে। ছুটি মঞ্জুর করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে তাঁদের লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে। যদিও বক্তব্য রাখার সময়ে এই বিষয়ে মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী।
পার্থবাবু বলেন, ‘‘আমি বিরোধী নেতা থাকাকালীন কলকাতা পুলিশের এই কল্যাণ পর্ষদ পথ চলা শুরু করেছিল। মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু সিংহরায় ও তপনকুমার মাইতি। এখন নিচুতলার পুলিশকর্মীদের সব সমস্যায় পাশে থাকবে পর্ষদ।’’ মন্ত্রী আরও বলেন, ‘‘কলকাতা পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে। কলকাতা পুলিশ এলাকায় আইনশৃঙ্খলাজনিত তেমন সমস্যাও নেই। অধিকাংশ অপরাধের কিনারা হচ্ছে। পুলিশবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে।’’