Man Missing

১১ দিন ধরে নিখোঁজ যুবক, পুলিশের দ্বারস্থ পরিবার

পীযূষ জানান, তিনি ৩০ সেপ্টেম্বর জগৎপুর বাজারে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। এক ভ্যানচালকের কাছে রেখে এসেছিলেন পীরাজকে। এক সময়ে ওই ভ্যানচালক পীরাজকে একা ছেড়ে বাজারে চলে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ০৮:৫০
Share:

পীরাজ বিশ্বাস।

বছর ৪১-এর এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে সন্ধান মিলছে না বিধাননগর পুর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের স্বামীজিনগরের বাসিন্দা পীরাজ বিশ্বাসের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাড়ির বড় ছেলে। কিন্তু বৌদ্ধিক বিকাশ না হওয়ায় তাঁর মস্তিষ্ক পরিণত নয়। ৩০ তারিখ বাবার সঙ্গে বাজারে গিয়েছিলেন পীরাজ। সেখান থেকে নিখোঁজ হয়ে যান। ছেলের খোঁজে পুলিশ এবং কাউন্সিলরের দ্বারস্থ হয়েছে পরিবার। এলাকায় চলছে মাইকে ঘোষণাও।

Advertisement

পীরাজের বাবা পীযূষ বিশ্বাসের ছোট ব্যবসা রয়েছে। তিনি বলেন, ‘‘পাভলভে ছেলের চিকিৎসা চলছিল। নিখোঁজ হওয়ার আগের দিন একা বাড়ি ফিরতে পেরেছিল। কিন্তু ঘটনার দিন আর ফেরেনি।’’

ঠিক কী ঘটেছিল? পীযূষ জানান, তিনি ৩০ সেপ্টেম্বর জগৎপুর বাজারে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। এক ভ্যানচালকের কাছে রেখে এসেছিলেন পীরাজকে। এক সময়ে ওই ভ্যানচালক পীরাজকে একা ছেড়ে বাজারে চলে যান। এর কিছু ক্ষণ পরে পীযূষ ফিরে দেখেন, ছেলে নেই।

Advertisement

‘ইনস্টিটিউট অব সাইকায়াট্রি’র শিক্ষক-চিকিৎসক সুজিত সরখেল বলেন, ‘‘জন্মের পরে আচমকা মাথায় অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া-সহ বিভিন্ন কারণে এমন সমস্যা হতে পারে। তবে এটা মূলত হয় জিনগত কারণে।’’

স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগ জানান, মাইকে ঘোষণার পাশাপাশি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও পীরাজের ছবি পাঠানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement