Coronavirus in Kolkata

করোনা রোগীকে ফেরাল সবাই, প্লাজ়মা দিল পুলিশ

করোনামুক্ত রোগীর অ্যান্টিবডিযুক্ত প্লাজ়মা করোনা আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৩:৫১
Share:

সুস্থ হওয়ার পরে বাড়িতে অনিল রায়। নিজস্ব চিত্র

করোনার চিকিৎসার জন্য রোগীর প্রয়োজন ছিল কনভ্যালেসেন্ট প্লাজ়মা থেরাপির। করোনা থেকে সেরে ওঠা রোগীর শরীরের প্লাজ়মা সংক্রমিতের দেহে প্রবেশ করিয়ে ওই চিকিৎসা করা হয়। কিন্তু কোভিডে আক্রান্ত বৌবাজারের এক ব্যবসায়ীকে প্লাজ়মা দিতে রাজি হননি সুস্থ হওয়া তেমন কোনও ব্যক্তি। শেষ পর্যন্ত অতিমারির পরিবেশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তালতলা থানার এক সাব-ইনস্পেক্টর।

Advertisement

বৌবাজারের বাসিন্দা, পেশায় গয়না ব্যবসায়ী অনিল রায়ের গত ২৩ অক্টোবর করোনা ধরা পড়ে। তাঁর ছেলে অভিজিৎবাবুর কথায়, ‘‘বাবাকে এন্টালির একটি নার্সিংহোমে ভর্তি করি। সুগার, উচ্চ রক্তচাপের কারণে ভর্তি হওয়ার পরেই বাবা দ্রুত অসুস্থ হয়ে পড়ছিলেন। যেখানে করোনা আক্রান্ত রোগীদের ২-৫ লিটার অক্সিজেন লাগে, সেখানে বাবার ১৫-১৭ লিটার অক্সিজেন লাগছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, বাবাকে বাঁচাতে হলে কনভ্যালেসেন্ট প্লাজ়মা থেরাপি প্রয়োজন।’’

এর পরে অনিলবাবুর পরিবারের লোকজন প্লাজ়মার খোঁজ করতে শুরু করেন। অভিজিৎবাবু জানান, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সর্বত্রই তাঁরা ছুটেছিলেন। কিন্তু কোথাও, কারও থেকেই প্লাজ়মা জোগাড় করা যায়নি। অভিজিৎবাবুর অভিযোগ, এলাকায় যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের সকলের কাছেই তাঁরা অনিলবাবুকে প্লাজ়মা দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি।

Advertisement

আরও পড়ুন: আলোচনার মাধ্যমে ‘বিক্ষুব্ধ’ শুভেন্দুর মন বোঝার চেষ্টা শুরু করেছে তৃণমূল

চিকিৎসকদের বক্তব্য, করোনামুক্ত রোগীর অ্যান্টিবডিযুক্ত প্লাজ়মা করোনা আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।

অভিজিৎবাবু জানান, কারও থেকে সাহায্য না পেয়ে তিনি তাঁর মেয়ের বান্ধবীর মা রূপা সিংহকে সব ঘটনা জানান। রূপা নিউ মার্কেট থানার সাব-ইনস্পেক্টর। তিনি অভিজিৎবাবুকে তালতলা থানার সাব-ইনস্পেক্টর আনন্দ সিংহের মোবাইল নম্বর দেন। মাস তিনেক আগে আনন্দবাবু করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: রাজ্যে ৪ লাখ ছাড়াল মোট সুস্থের সংখ্যা, সুস্থতার হার ৯২ শতাংশ

অভিজিৎবাবু বলেন, ‘‘আনন্দবাবুকে ফোন করলে তিনি সঙ্গে সঙ্গে প্লাজ়মা দিতে রাজি হয়ে যান। ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তিিন ৫০০ মিলিলিটার প্লাজ়মা দেন। ২৯ অক্টোবর রাতে সেই প্লাজ়মা বাবাকে দেওয়া হয়।’’ এর পর থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন বৃদ্ধ ব্যবসায়ী। দু’সপ্তাহ আগে তিনি নার্সিংহোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement