Death

ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

জৈনুদ্দিন রোডে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন ওই প্রৌঢ়। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই মেয়ে আছেন। এ দিন দুপুরে খাওয়াদাওয়ার পরে দোতলা বাড়িটির ছাদে উঠেছিলেন সুশীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ০৮:০৯
Share:

—প্রতীকী ছবি।

ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানার জৈনুদ্দিন মিস্ত্রি লেনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীলচন্দ্র নন্দী (৬৮)। তবে কী ভাবে ওই প্রৌঢ় ছাদ থেকে পড়ে গেলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

জৈনুদ্দিন রোডে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন ওই প্রৌঢ়। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই মেয়ে আছেন। এ দিন দুপুরে খাওয়াদাওয়ার পরে দোতলা বাড়িটির ছাদে উঠেছিলেন সুশীল। বেশ কিছু ক্ষণ পরে আচমকা ভারী কিছু নীচে পড়ার আওয়াজ পান পরিবারের সদস্যেরা। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই প্রৌঢ়। লালবাজার জানিয়েছে, মেয়েরাই প্রথমে সুশীলকে নীচে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁরা চেতলা থানায় খবর দেওয়ার পাশাপাশি, বাবাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রৌঢ়কে মৃত বলে জানান। তাঁর মাথায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবারের তরফে কোনও অভিযোগ করা হয়নি বলে লালবাজার জানিয়েছে। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ।

তদন্ত নেমে পুলিশ জেনেছে, দীর্ঘ দিন ধরে ওই প্রৌঢ় বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নিয়মিত ওষুধও খেতে হত তাঁকে। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘কী ভাবে তিনি পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহের ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement