Dengue Death

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আইডি-তে মৃত্যু বৃদ্ধার

শনিবার টাউন হলে কলকাতা পুরসভার তরফে ডেঙ্গি প্রতিরোধে কর্মশালা হয়েছিল। সেখানে জানানো হয়, এ বার শহরে ডেঙ্গিতে মোট আক্রান্তের প্রায় আশি শতাংশই দক্ষিণ কলকাতার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ০৬:২৯
Share:

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার। — ফাইল চিত্র।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তাঁর নাম মঞ্জুরিকা রায় (৮০)। সোমবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মারা যান তিনি। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এই নিয়ে কলকাতা পুরসভা এলাকায় মোট ২৩ জন ডেঙ্গিতে মারা গেলেন। বেসরকারি সূত্রের দাবি, রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যাএকশো ছুঁয়েছে।

Advertisement

মৃতার বাড়ি কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের প্রণবানন্দ রোডে। তাঁর ভাই নিমাই হালদার বলেন, ‘‘দিদি গত ছ’মাস ধরে ডায়রিয়ায় ভুগছিলেন। চার বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। ডায়রিয়া থেকে সেরে উঠে বেলেঘাটা আইডি থেকে মাসখানেক আগেই বাড়ি ফিরেছিলেন।’’ ফের ডায়রিয়া হওয়ায় বৃদ্ধাকে ৩০ নভেম্বর বেলেঘাটা আইডি-তে ভর্তি করানো হয়। ৩ ডিসেম্বর ডেঙ্গি ধরা পড়ে।

গত শনিবার টাউন হলে কলকাতা পুরসভার তরফে ডেঙ্গি প্রতিরোধে কর্মশালা হয়েছিল। সেখানে জানানো হয়, এ বার শহরে ডেঙ্গিতে মোট আক্রান্তের প্রায় আশি শতাংশই দক্ষিণ কলকাতার বাসিন্দা। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজকুমার মণ্ডল বলেন, ‘‘এই ওয়ার্ডে চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। ওই বৃদ্ধা ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর আগে কখনও ডেঙ্গি হয়নি।’’

Advertisement

কলকাতায় ডেঙ্গিতে মৃত ২৩ জনের মধ্যে ২০ জনই দক্ষিণ কলকাতার বাসিন্দা। পুরসভার স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন,শহরে এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে। ১১০ নম্বর ওয়ার্ডে এই প্রথম ডেঙ্গিতে কারও মৃত্যু হল। পুর স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘পাটুলির বাসিন্দা ওই বৃদ্ধার আগে কখনওডেঙ্গি হয়নি। ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর ডেঙ্গি ধরা পড়ে। মৃতার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement