ফাইল চিত্র।
স্বাস্থ্য-বিধি মেনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আজ, শনিবার এসএফআইয়ের কলকাতা জেলা কমিটি কলেজ স্ট্রিটে ‘বিকল্প ক্লাসরুমে’-এর আয়োজন করেছে। এই প্রতীকী ক্লাসরুমে অংশ নেবেন প্রেসিডেন্সি, কলকাতা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। আগামী ৩ ফেব্রুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে বসার কথা। ওই বৈঠকে উচ্চশিক্ষার নানা বিষয়ের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়েও আলোচনা হবে বলেই শিক্ষা মহলের ধারণা।
শুক্রবার ক্যাম্পাস খোলা নিয়ে যাদবপুরে সব পক্ষের সঙ্গে উপাচার্য সুরঞ্জন দাস দ্বিতীয় দফার বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা ধাপে ধাপে ক্যাম্পাসে ক্লাস শুরুর বিষয়ে তাদের মতামত কর্তৃপক্ষকে আগে জানিয়েছিল। ক্যাম্পাস খোলার আগে ডাক্তার ও জনস্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি কমিটি গড়ে ক্যাম্পাস খোলার পরিস্থিতি খতিয়ে দেখার প্রস্তাব জুটার পক্ষ থেকে এ দিন দেওয়া হয়েছে। উপাচার্য এ দিন জানান, রাজ্য সরকার নির্দেশ না দিলে তাঁরা ক্যাম্পাস খুলতে পারছেন না। এ দিন ক্যাম্পাস খোলার আগের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।