ওড়িশার সমস্তিপুর স্টেশন থেকে আটক করা হয় ৫২ বছরের আইনুলকে। নিজস্ব চিত্র।
কলকাতার এক সংস্থার ৪২ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তারই এক কর্মচারী। ওড়িশার সমস্তিপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃতের এক পরিচিতের হাওড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর হেয়ার স্ট্রিট থানায় একটি সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) অনিল কুমার আপত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, সংস্থার কর্মী মহম্মদ আইনুল হককে ব্যাঙ্কে জমা করার জন্য ৪২ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই চেক ভাঙিয়ে টাকা তুলে উধাও হয়ে যান। ওই সংস্থার অফিস লালবাজার এলাকায়।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে, ট্রেনে চেপে ভিন্রাজ্যে পালানোর চেষ্টা করছেন আইনুল। বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাঁর উপর নজর রাখতে শুরু করে কলকাতা পুলিশ। সাহায্যের জন্য তারা রেল পুলিশ (জিআরপি)-এর সঙ্গে যোগাযোগ করে। এর পরেই ওড়িশার সমস্তিপুর স্টেশন থেকে আটক করা হয় ৫২ বছরের আইনুলকে। খবর পেয়ে সেখানে পৌঁছয় কলকাতা পুলিশ। আইনুলকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়।
আইনুলকে জেরা করে টাকার হদিস পায় কলকাতা পুলিশ। হাওড়ায় আইনুলের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। শুক্রবার আইনুলকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। কলকাতা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে।