Scam

দরপত্র দুর্নীতিতে অভিযুক্ত চার ব্যাঙ্ক-কর্তাকে সমন

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ অফিস ভবন সংস্কারের কাজের জন্য দরপত্র ডেকেছিলেন। প্রয়াগ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৭
Share:

আলিপুর আদালতের নবম বিচার বিভাগীয় বিচারক ওই নির্দেশ জারি করেছেন বলে সূত্রের খবর। —ফাইল চিত্র।

দরপত্র দুর্নীতির অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার কর্তাকে অভিযুক্ত সাব্যস্ত করে আদালতে হাজির হতে নির্দেশ দিলেন বিচারক। সম্প্রতি আলিপুর আদালতের নবম বিচার বিভাগীয় বিচারক ওই নির্দেশ জারি করেছেন বলে সূত্রের খবর।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ অফিস ভবন সংস্কারের কাজের জন্য দরপত্র ডেকেছিলেন। প্রয়াগ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। তাঁর দরপত্র মঞ্জুর হয়। কাজের শর্ত অনুযায়ী, প্রয়াগ সিকিয়োরিটি ডিপোজ়িটও জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, দরপত্র মঞ্জুর হওয়া সত্ত্বেও তাঁকে কাজের বরাত দেওয়া হয়নি। ফেরত দেওয়া হয়নি সিকিয়োরিটি
ডিপোজ়িট হিসাবে জমা দেওয়া অগ্রিম টাকাও।

এর পরেই ২০২২ সালে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন প্রয়াগ। সম্প্রতি এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে পুলিশ। সেই রিপোর্টের ভিত্তিতে চার ব্যাঙ্ক-কর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী সুবীররঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘ওই চার ব্যাঙ্ক-কর্তাকে জালিয়াতি ও প্রতারণার ধারায় অভিযুক্ত করেছে আদালত। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement