Alipore Civil Court

রবিবার পর্যন্ত বন্ধ আদালত

সোমবার থেকে ফের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০৫:১২
Share:

প্রতীকী ছবি।

আলিপুরের দায়রা ও ফৌজদারি আদালতের স্বাভাবিক কাজকর্ম আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করল জেলা বিচারকের দফতর। সম্প্রতি ওই এলাকা কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত হয়েছে। সেই কারণে সপ্তাহখানেক আগে ঠিক হয়, শুধু ফৌজদারি আদালতের মুখ্য বিচারবিভাগীয় এবং অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে জামিনের আবেদনের শুনানি ছাড়া সব কাজ বন্ধ রাখা হবে। সেই মর্মে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল, সোমবার থেকে ফের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।

Advertisement

আলিপুর আদালত সূত্রের খবর, সোমবার গভীর রাতে ফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত আদালতের সব স্বাভাবিক কাজ বন্ধ রাখা হবে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার ভিডিয়ো শুনানির অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া মঙ্গল থেকে রবিবার মুখ্য বিচারবিভাগীয় বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে জামিনের আবেদনের শুনানি প্রক্রিয়া চালু থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement