ফের দালাল গ্রেফতার পিজি-তে

টাকার বিনিময়ে চিকিৎসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত শচীদানন্দ ত্রিপাঠীকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। সে হাসপাতালেরই কর্মী আবাসনে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০১:৩৬
Share:

ফাইল চিত্র।

এসএসকেএম হাসপাতালে দালাল-চক্র বন্ধ করতে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। সে জরুরি বিভাগে ট্রলি পার্সন চালু করাই হোক বা বিভিন্ন বিভাগের বাইরে সতর্কবার্তা দেওয়া। কিন্তু তার পরেও দালালদের উপদ্রবে যে পুরোপুরি রাশ টানা যায়নি, তা ফের প্রমাণ হল। এ বার টাকার বিনিময়ে চিকিৎসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত শচীদানন্দ ত্রিপাঠীকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। সে হাসপাতালেরই কর্মী আবাসনে থাকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, হুগলির সিঙ্গুরের বাসিন্দা অনুপ দাস সম্প্রতি অভিযোগ করেন, তিনি গত ৬ ডিসেম্বর মেডিসিন বিভাগের এক ডাক্তারকে দেখাতে এসএসকেএমে গিয়েছিলেন। সে সময়ে শচীদানন্দ প্রতিশ্রুতি দেয়, বহির্বিভাগে দেখানোর জন্য অনুপবাবুকে লাইনে দাঁড়াতে হবে না। এক হাজার টাকা দিলেই চিকিৎসক দেখে দেবেন, আবার হাসপাতালের ওষুধও পাওয়া যাবে। ওই ব্যক্তিকে বিশ্বাস করে অনুপবাবু এক হাজার টাকাও দেন। বুধবার ফের একই প্রতিশ্রুতি দিয়ে শচীদানন্দ ওই রোগীর থেকে আরও ৫০০ টাকা নেওয়ার সময়ে তাকে হাতেনাতে ধরা হয়।

পুলিশ জানাচ্ছে, চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কখনও গ্রেফতার হচ্ছেন হাসপাতালের অস্থায়ী কর্মী, কখনও কোনও কর্মীর আত্মীয়। কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, রোগীরা সচেতন না হলে পরিস্থিতি পাল্টানো মুশকিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement