Presidency University

গো-বিজ্ঞান নিয়ে নির্দেশের বিরুদ্ধে

আইসি-র পক্ষ থেকে ইউজিসি-র ওই নির্দেশের প্রতিলিপিও ক্যাম্পাসে পোড়ানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৫৩
Share:

আইসি-র পক্ষ থেকে ইউজিসি-র ওই নির্দেশের প্রতিলিপিও ক্যাম্পাসে পোড়ানো হয়। ফাইল ছবি

গো-বিজ্ঞান প্রচার ও প্রসার পরীক্ষায় বসার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ইউজিসি-র তরফে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। কিন্তু সেই নির্দেশ বলবৎ করতে কোনও চেষ্টা প্রেসিডেন্সিতে করা যাবে না— এই দাবিতে বুধবার দুপুর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশন (আইসি)।

Advertisement

আইসি-র পক্ষ থেকে ইউজিসি-র ওই নির্দেশের প্রতিলিপিও ক্যাম্পাসে পোড়ানো হয়। এই সংগঠনের সদস্য অহন কর্মকার জানান, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, ডিরোজিয়োর প্রেসিডেন্সিতে ইউজিসি-র গো-বিজ্ঞান পরীক্ষা সংক্রান্ত নির্দেশকে বহাল করা যাবে না। প্রেসিডেন্সিকে অপবিজ্ঞান, গো-চর্চার আখড়া করা চলবে না। প্রেসিডেন্সির ডিন অব স্টুডেন্টস অরুণ মাইতিকে স্মারকলিপি জমা দেন তাঁরা। আজ, বৃহস্পতিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার আয়োজক রাষ্ট্রীয় কামধেনু আয়োগ আপাতত পরীক্ষা স্থগিত রেখেছে।

অহন বলেন, ‘‘অতীতে যে ভাবে কর্তৃপক্ষ ইউজিসি-র নির্দেশ অনুসরণ করেছেন, তা দেখে আমাদের মনে হয়েছে পড়ুয়াদের তরফে প্রতিরোধ গড়ে না-তুললে বাছবিচার ছাড়াই তাঁরা এই নির্দেশ বলবৎ করতে পারেন। সার্বিক ভাবে ইউজিসি-র এই নির্দেশের বিরোধিতা করেছি।’’ অহন আরও জানান, এই জাতীয় অপবিজ্ঞানকে যাতে প্রশ্রয় না দেওয়া হয়, সে বিষয়ে উদ্যোগী হতে প্রেসিডেন্সির শিক্ষক মহলকেও তাঁরা আহ্বান জানাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement