ফের ছাত্র সংসদের বিক্ষোভ স্কটিশে

ফের ছাত্র সংসদের বিক্ষোভ স্কটিশ চার্চ কলেজে। ছাত্র সংসদের বিক্ষোভের জেরে মঙ্গলবারই বন্ধ হয়ে গিয়েছিল স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া। অনির্দিষ্ট কাল তা স্থগিত রাখা হবে বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু ওই দিন শিক্ষামন্ত্রী জানান, কলেজের রেক্টরের সঙ্গে কথা বলার পর ভর্তি প্রক্রিয়া যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। কিন্তু, বুধবার সকাল থেকেই ফের পুরনো দাবিগুলি নিয়েই বিক্ষোভে নেমেছে ছাত্র সংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ১৩:২৮
Share:

ফের ছাত্র সংসদের বিক্ষোভ স্কটিশ চার্চ কলেজে।

Advertisement

ছাত্র সংসদের বিক্ষোভের জেরে মঙ্গলবারই বন্ধ হয়ে গিয়েছিল স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া। অনির্দিষ্ট কাল তা স্থগিত রাখা হবে বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু ওই দিন শিক্ষামন্ত্রী জানান, কলেজের রেক্টরের সঙ্গে কথা বলার পর ভর্তি প্রক্রিয়া যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। কিন্তু, বুধবার সকাল থেকেই ফের পুরনো দাবিগুলি নিয়েই বিক্ষোভে নেমেছে ছাত্র সংসদ।

যদিও ভর্তি প্রক্রিয়াতে তার কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement