প্রতীকী ছবি।
নির্দেশিকা সত্ত্বেও ভুল লেনে ঢুকে গিয়েছিল লরিটি। তাকে আটকাতে গিয়েছিলেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। কিন্তু তাঁকে দেখে পালাতে চেয়েছিল চালক। সেই সময়েই সে গার্ডরেল ভেঙে পিষে দিয়ে যায় সিভিক ভলান্টিয়ারকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ, কোনা এক্সপ্রেসওয়ের কোনা ট্রাক টার্মিনাসের সামনে। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই কৌশিক সাহা (২৯) নামে সেই সিভিক ভলান্টিয়ারকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী এবং চার বছরের একটি মেয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই রাতে কোনা এক্সপ্রেসওয়েতে ডিউটি করছিলেন ঊনসানি ট্র্যাফিক গার্ডের কর্মী কৌশিক। কোনা ট্রাক টার্মিনাসের কাছে যে জায়গায় রেলগার্ড দিয়ে তিনটি লেন করা হয়েছে সেখানেরই একটি লেন দিয়ে ছোট গাড়ি, অ্যাম্বুল্যান্স প্রভৃতি বার করার কাজ করছিলেন কৌশিক। তখনই লরিটি ওই লেনে ঢোকার চেষ্টা করলে সেটিকে আটকাতে যান তিনি। লরিটি গার্ডরেল ভেঙে দিয়ে কৌশিককে ধাক্কা মারলে তিনি পড়ে যান। লরিটি না থেমে পালাতে চেষ্টা করলে সামনের চাকা কৌশিকের পেটের উপরে উঠে যায়। ওই পরিস্থিতিতে লরি ফেলে পালায় চালক। খবর পেয়ে কোনা ট্র্যাফিকের পদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়ে লরি সরিয়ে কৌশিককে আন্দুল রোডের ওই হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশ লরিটি আটক করেছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।