যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।
গত কয়েক দিন বিতর্ক চলার পরে শেষ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সরকারি আদেশ নিজেই ফেরালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ফিনান্স অফিসার গৌরকৃষ্ণ পট্টনায়েক। শুক্রবার রেজিস্ট্রারকে লিখিত ভাবে তিনি জানান, আর কাজে যোগ দিতে চান না।
শুক্রবার গৌরকৃষ্ণ বলেন, ‘‘এ নিয়ে তর্ক-বিতর্ক চলুক আমি চাই না।’’ ৩১ অক্টোবর অবসর নেওয়ার পরে গত মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর তাঁর কাজের মেয়াদ এক বছর বাড়ালেও প্রকাশ্যেই আপত্তি জানিয়েছিলেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এই নির্দেশকে ‘বেআইনি’ও বলেছিলেন তিনি। সূত্রের খবর, ‘অপমানিত’ গৌরকৃষ্ণ আর কাজে যোগ দিতে চাননি। বুধবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, গৌরকৃষ্ণ অবসরকালীন প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। তাঁর কাজের দায়িত্ব যুগ্ম ফিনান্স অফিসারকে দেওয়া হয়েছে। এখন কী করণীয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনি পরামর্শ এবং উচ্চশিক্ষা দফতরের কাছেও জানতে চাওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এ দিন বলেন, ‘‘দক্ষ আধিকারিককে অপমানিত হয়ে যেতে হচ্ছে! বিশ্ববিদ্যালয় এখন অযোগ্য লোকেরাই চালাচ্ছেন, সেটা বার বার প্রমাণ হচ্ছে।’’ নতুন ফিনান্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তিও বহাল থাকছে বলে খবর।