Biriyani

পার্ক সার্কাসের সেতু থেকে রেল লাইনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, বুঝিয়ে নামিয়ে এনে বিরিয়ানি খাওয়াল পুলিশ

ব্যস্ত সময়ে ৪ নম্বর ব্রিজে তখন যথেষ্ট ভিড়। সেই পরিস্থিতিতে আচমকাই সেতুর রেলিংয়ে চড়ে বসেন ওই ব্যক্তি। নীচে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কোনও মতে আটকায় পুলিশ। অনেক অনুরোধ করে নামিয়ে আনে রেলিং থেকে। তার পরেই হাতে তুলে দেয় কলকাতার এক বিখ্যাত দোকানের বিরিয়ানি। কলকাতার কড়েয়া থানার অন্তর্গত এলাকার ঘটনা।

Advertisement

সোমবার দুপুর। ব্যস্ত সময়ে ৪ নম্বর ব্রিজে তখন যথেষ্ট ভিড়। সেই পরিস্থিতিতে আচমকাই সেতুর রেলিংয়ে চড়ে বসেন ওই ব্যক্তি। নীচে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এক পুলিশকর্মী জানিয়েছেন, ‘‘দুপুর আড়াইটা নাগাদ মেয়েকে স্কুটারে চাপিয়ে সায়েন্স সিটি যাচ্ছিলেন তিনি। সেতুর কাছে স্কুটার থামিয়ে দেন। মেয়েকে জানান, মোবাইল হারিয়ে গিয়েছে। সেটা খুঁজতে হবে। মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে সেতুতে উঠে রেলিং থেকে ঝাঁপানোর চেষ্টা করেন।’’

এ সব দেখে কড়েয়া থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ছুটে আসেন কড়েয়া থানার পুলিশ, দমকল কর্মীরা। তাঁকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে নামানোর চেষ্টা করেন। ওই ব্যক্তি নাছোড়। তখন তাঁর মেয়েকে ডেকে আনে পুলিশ। তাকে দিয়ে অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে নামানো হয়। তিনি অবসাদগ্রস্ত ছিলেন। নেমে আসার পর তাঁকে এক প্লেট বিরিয়ানি খাওয়ায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স ৪০ বছরের আশপাশে। থাকেন তিলজলায়। মার্বেলের কাজ করেন। এখন আর্থিক সমস্যায় ভুগছেন। স্ত্রীও সঙ্গে থাকেন না। এ সব কারণে অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশের অনুমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement