এই জায়গা থেকে উদ্ধার হয় অমিতের দেহ। নিজস্ব চিত্র
উপর থেকে নীচে পড়ে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল সল্টলেকের আইসি ব্লকে। শুক্রবার রাতের ঘটনা। মৃতের নাম, অমিত সিংহ (১৯) বলে পুলিশ জানায়।
সল্টলেকের ৩৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওই আবাসনে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয়েরা জানান, রাত ১১টার পরে আচমকা ভারী কিছু পড়ার শব্দ পেয়ে তাঁরা অনেকেই কোয়ার্টার্সের বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, ওই পড়ুয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। খবর পেয়ে নিজেদের ফ্ল্যাটের নীচে নেমে আসেন ওই পড়ুয়ার মা। ছাত্রটির বাবা ঘরে ছিলেন না। তাঁকেও খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রটির শরীর থেকে এত রক্ত বেরিয়েছে যে তা দেখে কয়েক জন অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত আহত ছাত্রকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অনেক রাতে মৃত্যু হয় ওই পড়ুয়ার।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের (২) দ্বাদশ শ্রেণিতে পড়ছিল ওই কিশোর। তাঁর বাবা কেন্দ্রীয় সরকারের একটি দফতরের অফিসার পদে কর্মরত। আইসি ব্লকের একটি বহুতলের চারতলায় বসবাস ওই পড়ুয়ার পরিবারের। স্থানীয়দের একাংশ জানান, মাস আটেক আগে আইসি ব্লকের ওই আবাসনে বসবাস শুরু করছিলেন ওই পড়ুয়া ও তাঁর পরিবার।
পুলিশ সূত্রের খবর, চারতলার বারান্দা থেকে পড়ে ওই পড়ুয়ার মৃত্যু হয় বলেই মনে করছেন তদন্তকারীদের একাংশ। তবে ওই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, না কি ওই কিশোর আত্মঘাতী হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার আগে শুক্রবার রাতে সম্ভবত পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বাড়িতে অশান্তি হয়েছিল। কিন্তু তার জেরে ওই ছাত্রের কোনও মানসিক অবসাদ তৈরি হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই পড়ুয়ার পরিবারের তরফে অবশ্য কেউ ঘটনা নিয়ে কথা বলতে চাননি।