আবারও ছাত্র সংসদের বিক্ষোভ। তা সত্ত্বেও বুধবার নির্বিঘ্নেই স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চলল স্কটিশ চার্চ কলেজে। ওই বিক্ষোভের জেরে মঙ্গলবার বন্ধ হয়ে গিয়েছিল ভর্তি প্রক্রিয়া। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, অনির্দিষ্টকাল তা স্থগিত রাখা হবে। তার পরেই বিষয়টি মেটাতে হস্তক্ষেপ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, ভর্তি প্রক্রিয়া যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। মঙ্গলবার কলেজের রেক্টরের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী।
কিন্তু এ দিন সকাল থেকে ফের পুরনো দাবিগুলি নিয়ে বিক্ষোভে নামে ছাত্র সংসদ। কিন্তু তাতে ভর্তি প্রক্রিয়ায় কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। রেক্টর জন আব্রাহাম বলেন, ‘‘বুধবার শান্তিপূর্ণ ভাবেই ভর্তি প্রক্রিয়া চলেছে।’’ শিক্ষামন্ত্রীও জানিয়েছেন, এ দিন ভর্তি প্রক্রিয়া ঘিরে কোনও অশান্তির খবর তিনি পাননি।