বইমেলায় ফোনের নেটওয়ার্ক পেতে বৈঠক

পুলিশ সূত্রের খবর, গত বছর বইমেলার সময়ে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, মেলার ভিতরে মোবাইলে কারও সঙ্গে যোগাযোগ করতে খুব সমস্যা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৭:৩০
Share:

প্রতীকী ছবি।

পাওয়া যাচ্ছিল না মোবাইলের নেটওয়ার্ক। ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা মেটাতেও সমস্যা হচ্ছিল। গত বছর করুণাময়ী মোড়ের কাছে কলকাতা বইমেলা চত্বরে এমন সমস্যার কথা জানিয়েছিলেন অনেকেই।

Advertisement

এ বছরের বইমেলায় এমন সমস্যা যাতে আর না হয়, তা নিশ্চিত করতে সোমবার বিধাননগর পুর ভবনে মোবাইল পরিষেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। সূত্রের খবর, ওই সমস্যা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা চলাকালীন নেটওয়ার্কের সমস্যা যাতে না হয়, তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হবে মেলা সংলগ্ন কোনও জায়গায়।

পুলিশ সূত্রের খবর, গত বছর বইমেলার সময়ে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, মেলার ভিতরে মোবাইলে কারও সঙ্গে যোগাযোগ করতে খুব সমস্যা হচ্ছে। মেলার বাইরে বেরোলে সমস্যা হচ্ছে না। বইপ্রেমী ও ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও সমস্যায় পড়েছিলেন। বিশেষত, ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে কেনাবেচা করতে গিয়ে নেটওয়ার্ক পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। মোবাইলের সংযোগে সমস্যা দেখা দেওয়ায় মেলা পরিচালনা ও নজরদারির কাজেও কিছুটা সমস্যা হচ্ছিল। এ বার সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এমন ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement