অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।
ইন্টারনেট অফ থিংস? আছে।
ব্লকচেন টেকনোলজি? আছে।
স্মার্টসিটি ডেভেলপমেন্ট? আছে।
এমন আধুনিক এবং জনপ্রিয় কোর্সই যদি থাকে আপনার পছন্দের তালিকায়, তবে আর দেরি নয়, এখনই ভর্তির আবেদন করুন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে।
আবেদনকারীরা http://adamasuniversity.ac.in/ -এ ভর্তির অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স, জয়েন্ট এন্ট্র্যান্স (মেন) এবং ক্ল্যাট পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা সরাসরি ভর্তির সুযোগ পাবেন। বাকিদের বসতে হবে ভর্তির অনলাইন পরীক্ষায়। তবে প্রাপ্ত মোট নম্বর ৫০ শতাংশ হলে তবেই সে সুযোগ মিলবে।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে এ বছর স্নাতক স্তরে আসন রয়েছে ২০০০টি, তার মধ্যে বি-টেক ৩৬০টি। স্নাতকোত্তর স্তরে আসনসংখ্যা ৫০০টি। দেখে নিতে পারেন এখানে. সেই সঙ্গেই ভর্তির সুযোগ পাওয়া পড়ুয়াদের জন্য ১০ শতাংশ স্কলারশিপেরও ব্যবস্থা রাখছেন কর্তৃপক্ষ। কোভিড এবং আম্ফানের জেরে আর্থিক ভাবে বিপর্যস্ত অসংখ্য মানুষের কথা মাথায় রেখেই এই ভাবনা।
বিশ্ববিদ্যালয়ের আচার্য শমিত রায় বলেন, “আইআইটি-সহ বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতোই আমরাও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর ভর্তি প্রক্রিয়ার কড়াকড়ি খানিকটা শিথিল করেছি। এই অতিমারীর জেরে বড়সড় টান পড়েছে প্রত্যেকের রোজগারেই। তাই এ বছর ভর্তি হওয়া সব পড়ুয়ার জন্যই স্কলারশিপের ব্যবস্থা থাকবে।”
প্রচলিত বিএ, বিএসসি এবং বিটেক কোর্স ছাড়াও পড়ুয়ারা পছন্দসই কোর্স বেছে নিতে পারে একগুচ্ছ নতুন এবং জনপ্রিয় বিষয়ের তালিকা থেকে। এই কোর্সগুলি আগামী দিনে চাকরিক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে। পাশাপাশি, বিভিন্ন শাখার কোর্সের মিশেলে পড়াশোনারও সুযোগ রয়েছে।
টিসিএস আয়ন-এর মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা অগস্টের মাঝামাঝি নাগাদ। পড়ুয়াদের উপস্থিতি, পাঠ্যক্রম, পরীক্ষা এবং তার ফলাফল- সুষ্ঠু ভাবে শিক্ষাদানের সব রকম ব্যবস্থাই রয়েছে এই প্ল্যাটফর্মে। শিক্ষকদের ডিজিটাল ফোরামের মাধ্যমে ক্লাসরুমের মতো আলোচনার সুযোগও থাকছে। ক্লাস এবং বাড়িতে পড়াশোনা সংক্রান্ত কাজও করা যাবে অনলাইনেই।
পড়ুয়া ও অভিভাবকেরা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ১২০ একরের ক্যাম্পাস স্বচক্ষে দেখে আসতে চাইলে কিংবা শিক্ষকদের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানের তরফে সপ্তাহে দু’দিন করে বিশ্ববিদ্যালয়ে আনা-নেওয়ার জন্য পাঁচটি রুটে বাসের ব্যবস্থা থাকছে। ওই রুটের যে কোনও জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে ওই বাসে যাতায়াত করা যাবে।
নির্দিষ্ট কোর্স সম্পর্কে বিশদে জানতে কিংবা বাসের সিট বুক করতে পড়ুয়ারা ফোন করতে পারেন টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০ ৪১৯ ৭৪২৩-তে। ক্যাম্পাস দর্শনের পরবর্তী সুযোগ রয়েছে আগামী ৩০ জুলাই তারিখে।
পড়ুয়াদের জন্য ক্যাম্পাসেই হস্টেলের সুবিধা রয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। তবে ক্যাম্পাসে ক্লাস শুরু হবে জনসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মেলার পরেই।
কোর্সের সংখ্যা- ১১৭
স্নাতক স্তরের কোর্স- ৭০
স্নাতকোত্তর এবং ডক্টরাল কোর্স- ৪৭