Molestation

মা-বাবাকে বাঁচাতে যাওয়ায় নিগ্রহ তরুণীকে

অভিযোগকারিণী সোদপুরের দেশবন্ধু নগরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৯
Share:

প্রতীকী চিত্র

পুরনো বিবাদকে কেন্দ্র করে বাবা-মায়ের বাড়িতে হামলা চালাচ্ছেন পরিচিত এক যুবক। সেখানেই কোয়রান্টিনে রয়েছেন করোনায় আক্রান্ত মা ও ছোট বোন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে গিয়েছিলেন বড় মেয়ে। অভিযোগ, মারধরের পাশাপাশি তাঁকে যৌন নিগ্রহও করে ওই যুবক। পাশাপাশি, তরুণীর আরও অভিযোগ, ঘটনার পরেই থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দহে। তবে পুলিশের দাবি, অভিযোগ পেয়ে রাজু পাল নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অভিযোগকারিণী সোদপুরের দেশবন্ধু নগরের বাসিন্দা। তিনি জানান, ওই এলাকাতেই তাঁর বাবার পৈতৃক বাড়ি ছিল। সেখানে আবাসন তৈরি হওয়ার পরে একটি ফ্ল্যাট পেয়েছিলেন তিনি। কিন্তু ২০১৭ সালে সেই ফ্ল্যাট বিক্রি করে তিনি পানিহাটির রাজা রামচাঁদ ঘাট রোডে বাড়ি কিনে চলে যান। তরুণীর অভিযোগ, ‘‘ফ্ল্যাট বিক্রি বাবদ এক লক্ষ টাকা তোলা চেয়েছিল স্থানীয় যুবক তথা তৃণমূলকর্মী রাজু পাল। কিন্তু বাবা টাকা দিতে রাজি হননি। শেষে পার্টি অফিসে গিয়ে বিষয়টির মীমাংসা হয়।’’ তিন বছর আগের সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই রাতে রাজু ও তাঁর দলবল তরুণীর বাবার বাড়িতে আসে বলে অভিযোগ।

তরুণীর বাবা পুলিশকে জানান, সে দিন রাত সাড়ে ৮টা নাগাদ আচমকাই ওই যুবক দলবল নিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। স্ত্রী ও ছোট মেয়ে করোনায় আক্রান্ত জানানোর পরেও রাজু বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে চলে আসেন বড় মেয়ে। অভিযোগ, ওই দুষ্কৃতীরা মারধর করে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয়। এর পরে রাত সাড়ে ১১টা নাগাদ নিগৃহীতা তরুণী খড়দহ থানায় যান। তাঁর দাবি, কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগ লেখার জন্য কাগজ, পেন দিতে চাননি। উল্টে দুর্ব্যবহার করে একটি জি ডি (জেনারেল ডায়েরি) করে ছেড়ে দেন।

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে মামলা দায়ের করে পুলিশ। ব্যারাকপুরের ডি সি (সেন্ট্রাল) আমনদীপ বলেন, ‘‘অভিযুক্ত গ্রেফতার হয়েছে। খারাপ ব্যবহারের অভিযোগ পেলে তা-ও খতিয়ে দেখা হবে।’’ অন্য দিকে, পানিহাটির তৃণমূল নেতৃত্বের দাবি, রাজু তাঁদের দলের কেউ নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement