—প্রতীকী ছবি।
পুত্রসন্তান হয়েছে দিন পনেরো আগে। কথা ছিল, সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই ছেলেকে দেখতে বাড়ি যাবেন। কিন্তু তার আগেই একটি বহুতলের ছ’তলায় মেরামতির কাজ করতে গিয়ে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।
পুলিশ জানায়, মৃতের নাম আব্দুল আলিম (২৮)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। তবে কলকাতায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। ওই বাড়ির ছ’তলায় কাজ করার সময়ে আব্দুল কোনও সুরক্ষা-বিধি মানেননি বলে পুলিশ জেনেছে। অথচ, তাঁরই সঙ্গে এ দিন ওই দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে গিয়েছেন সঙ্গী রাজমিস্ত্রি তন্ময় মণ্ডল। তদন্তকারীরা জানিয়েছেন, তন্ময় নিরাপত্তা বিধি মেনে কাজ করছিলেন। খবর পেয়ে বিকেলেই আব্দুলের ভাই থানায় আসেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বেলেঘাটা থানা এলাকার রামমোহন মল্লিক গার্ডেন লেনে। ওই ঘটনায় জখম আর এক রাজমিস্ত্রি তন্ময় সেফটি বেল্ট-সহ বিভিন্ন সুরক্ষা-বিধি মানায় তাঁর আঘাত গুরুতর নয়। এন আর এস মেডিক্য়াল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই আটতলা বহুতলের ছ’তলার দেওয়ালে মেরামতির কাজ করার সময়ে ভারা থেকে পা পিছলে যায় আব্দুলের। সুরক্ষার ব্যবস্থা না থাকায় তিনি সোজা নীচে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে এন আর এসে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, উঁচুতে কাজ করলে হেলমেট, সেফটি বেল্টের মতো সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করার কথা। এক জন তা ব্যবহার করলেও অন্য জন করেননি বলেই পুলিশের দাবি। ফলে, কাজের সময়ে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশের তরফে ঘটনার পরেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় শহরে আসেন আব্দুলের এক ভাই। তবে মৃতের পরিবার কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। বেলেঘাটা থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।