যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ভারতীয় সাহিত্যে কী ভাবে উঠে এসেছে শহর কলকাতার বিভিন্ন দিক, তা নিয়েই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এক আলোচনাসভা। বক্তা হিসেবে অংশ নিয়েছিলেন কে শ্রীনিবাস রাও, সংযুক্তা দাশগুপ্ত, কুণাল বসু, যতীন্দ্রকুমার নায়ক, আনিসুর রহমান, শচীন কেটকর, তনুজা মজুমদার, কবিতা লামা, আব্দুল হামিদ, সেন্থিল প্রকাশের মতো লেখক-বিশেষজ্ঞেরা।
তাঁর উপন্যাসে কী ভাবে জায়গা করে নিয়েছে এই শহর, বক্তৃতায় জানান কুণালবাবু। সাহিত্য অকাদেমির ইংলিশ অ্যাডভাইসরি বোর্ডের
আহ্বায়ক সংযুক্তা দাশগুপ্ত বিশ্ব সাহিত্যে কলকাতা কী ভাবে এসেছে, তার কথা বলেন। কবি-অনুবাদক আনিসুর রহমানের আলোচনায় উঠে এল মির্জা গালিবের গালিব হয়ে ওঠার পিছনে মহানগরের অবদান। জীবনের কিছুটা সময় গালিব কাটিয়েছিলেন মানিকতলায়। অনুবাদক যতীন্দ্রকুমার নায়ক জানালেন, কলকাতায় পড়াশোনা বা কাজ করতে এসে ওড়িয়া লেখকদের লেখায় বারবার উঠে এসেছে কলকাতা।
আরও পড়ুন: রাস্তার শৌচাগার সাফ রাখতে পাশেই রেস্তরাঁ তৈরির ভাবনা
সাহিত্য অকাদেমি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রান্সলেশন অব ইন্ডিয়ান লিটারেচার-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল
ওই আলোচনাসভার। সভার উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রধান সায়ন্তন দাশগুপ্ত।