দক্ষিণ কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে হানা আর্থিক দুর্নীতি দমন শাখার। নিজস্ব চিত্র।
দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল আর্থিক দুর্নীতি দমন শাখা। আর্থিক লেনেদেন সংক্রান্ত বিষয়ে খোঁজ পেতেই তাদের সেই তল্লাশি অভিযান। সেখানে বেশ কিছু ক্ষণ তল্লাশি চালান আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। জানা গিয়েছে, ওই আধিকারিকরা বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। যদিও এ বিষয়ে তদন্তকারী সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
রবিবার দুপুরে আচমকাই ভবানীপুরের ৬৮/২ হরিশ মুখার্জী স্ট্রিটের গণপতি ভবন নামে একটি বাড়িতে হানা দেয় আর্থিক দুর্নীতি দমন শাখা। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ওই বাড়িটি জনৈক ব্যবসায়ী অমরনাথ শ্রফের। সূত্রের খবর, তাঁর বাড়িতে টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু খোঁজ পেয়ে তদন্তকারী সংস্থার এই অভিযান। বেশ কয়েক জন আধিকারিক ওই বাড়িতে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালান। তার পর বিকেলে সেখান থেকে তাঁদের কয়েকটি বাক্স হাতে বেরোতে দেখা যায়।