Mamata Banerjee

Mamata Banerjee: রাজ্যের প্রাপ্য টাকা চাইতে দেখা করব না কেন? এতে সেটিংয়ের কী আছে! ব্যাখ্যা দিদির

বামেরা ‘মোদী-দিদি’ সেটিং অভিযোগ তুলেছিল। রবিবার জবাবে মমতা বলেন, ‘‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে যেতে হয়। রাজ্যের পাওনা বলতে যেতে হয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৮:৫১
Share:

বেহালার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

সম্প্রতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পর পর তিন দিনে মোদীর সঙ্গে মমতার তিন বার সাক্ষাৎ হয়। এ নিয়ে বামেরা ‘মোদী-দিদি’ সেটিং অভিযোগ তুলেছিল। রবিবার তার জবাব দিলেন মমতা। বেহাল পশ্চিমে প্রাক্ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে বললেন, ‘‘সিপিএমের ইয়েচুরি গেলে সেটিং হয় না। আর আমি গেলেই সেটিং? আমায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম মেনে যেতে হয়। রাজ্যের পাওনা নিয়ে কথা বলতে যেতে হয়।’’

Advertisement

তবে রবিবারের বক্তৃতায় মমতা সিপিএমের থেকে বিজেপিকেই বেশি আক্রমণ করেন। দেশে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতাও নেই বলে উল্লেখ করেন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি মমতা। তিনি বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’ তবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার নিয়ে বেশি করে আক্রমণাত্মক ছিলেন তিনি। বলেন, ‘‘অনুব্রতকে প্রতিটি নির্বাচনে আটকে রাখা হয়েছে। বন্দি করে রাখা হয়েছে। জেলে বন্দি রেখে কী করবে?’’

রাজ্যের আট পুলিশকর্তাকে ইডি দিল্লিতে তলব করা নিয়েও রবিবার সরব হয়েছেন মমতা। বলেন, ‘‘আমাদের সবাইকে গ্রেফতার করতে চাইছে। কতজনকে গ্রেফতার করবে? আমরা এর পরে নিজেরাই জেল ভরে দেব। জেল ভরো আন্দোলন করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement