—প্রতীকী চিত্র।
বাগুইআটি থানা এলাকার একটি সরকার পোষিত স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন স্কুলের নিরাপত্তারক্ষী। এই ঘটনায় কেষ্টপুরের ওই স্কুলে মঙ্গলবার বিকেলে উত্তেজনা তৈরি হয়। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘স্কুল থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। তবে নির্যাতিতার বাড়ি থেকে এখনও অভিযোগ দায়ের হয়নি।’’
স্কুলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে প্রথম পিরিয়ডের পরে। কিন্তু ওই ছাত্রী সব ক’টি ক্লাস করে। ছুটির পরে তার মা তাকে রোজ নিয়ে যেতে আসেন। এ দিনও সে রকমই এসেছিলেন। তখন ছাত্রীটি ঘটনাটি জানায় মাকে। প্রধান শিক্ষিকা বলেন, ‘‘ওই ছাত্রীর মা আমাদের জানান, তাঁর মেয়ে যখন করিডর দিয়ে যাচ্ছিল, তখন নিরাপত্তারক্ষী তাকে শৌচাগারে জোর করে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছে। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। বাগুইআটি থানায় খবর দিতেই পুলিশ আসে। ওই নিরাপত্তারক্ষী তখন স্কুলে ছিলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশকে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও বলেছি।’’
ঘটনার খবর জানাজানি হতেই স্কুলের সামনে অন্য অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এই যদি অবস্থা হয়, তা হলে কোন ভরসায় তাঁরা মেয়েদের স্কুলে পাঠাবেন? অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিও করতে থাকেন অভিভাবকেরা। শেষে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনার কথা সারা দিন স্কুলে কাউকে না বলতে পেরে মানসিক কষ্টে ছিল ওই ছাত্রী। ছুটির পরে সে মাকে বিষয়টি বলার সময়ে কান্নায় ভেঙে পড়ে।
অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। প্রধান শিক্ষিকা বলেন, ‘‘স্কুলের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে যা পাব, পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’’