—প্রতিনিধিত্বমূলক চিত্র।
একই দিনে জোড়া দুর্ঘটনা কলকাতায়। পুলকারের পর এ বার স্কুলবাস। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল এক সাইকেলে। তার পর রাস্তার পাশের এক বহুতলের দেওয়ালে ধাক্কা মেরে থেমে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। দুর্ঘটনার সময় বাসের মধ্যে তিন জন স্কুলপড়ুয়া ছিল। অল্পের জন্য তারা রক্ষা পেলেও গুরুতর জখম হয়েছেন সাইকেল আরোহী।
দুর্ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকার চক গড়িয়াতে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চক গড়িয়ায় রানা রাউত নামে এক সাইকেল আরোহীকে প্রথমে ধাক্কা মারে সেটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়েন রাস্তার এক পাশে। তার পর পাশের এক বহুতলের পাঁচিলেও ধাক্কা মারে। দেওয়ালটি ভেঙে গিয়েছে। আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় এবং পায়ে চোট লেগেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিকেও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে। তবে বাসের গতি বেশি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে একটি পুলকার। সে সময়ে গাড়িতে ছিল কয়েক জন ছাত্রী। সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। আহত অবস্থায় চালক ও এক ছাত্রীকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই দিনে পঞ্চসায়রেও দুর্ঘটনার কবলে পড়ল স্কুলবাসটি।
প্রসঙ্গত, মঙ্গলবার স্কুল থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। সল্টলেকের সেই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা। উত্তরবঙ্গ সফরে থাকাকালীনই বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন তিনি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তার পরই পরিবহণমন্ত্রী বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন।