প্রতীকী ছবি।
এক্সাইড মোড়ের এক নিরামিষ রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ছ’জন। খাবারের অর্ডার দিয়ে টেবিলে কাগজ রেখে কিছু লিখছিলেন তাঁরা। অভিযোগ, তখনই রেস্তরাঁর নিরাপত্তাকর্মী এসে তাঁদের জানান, এখানে লেখাপড়া করা যাবে না।
যে ছ’জন সেখানে খেতে গিয়েছিলেন, তাঁরা সকলেই পেশায় শিক্ষক। ওই ব্যবহারে খুবই অবাক হন তাঁরা। কথা বলতে চান রেস্তরাঁর ম্যানেজারের সঙ্গে। তিনিও এসে একই কথা জানান। ওই ছ’জনের অন্যতম কৌশিক দাসশর্মা বললেন, ‘‘পড়াশোনা সংক্রান্ত কিছু আলোচনা ছিল। ভেবেছিলাম, খাওয়া এবং আলোচনা দুটোই হবে। এমন ঘটনা কলকাতার বুকে ঘটবে, ভাবিনি।’’
রেস্তরাঁর ম্যানেজার মালম সিংহ বলেন, ‘‘এখানে এসে অনেকে চার-পাঁচ ঘণ্টা ল্যাপটপ নিয়ে কাজ করেন। অন্যেরা বসার জায়গা পান না। তাই নিরাপত্তারক্ষীকে বলা হয়েছিল, কেউ অনেক ক্ষণ বসে অন্য কাজ করলে তাঁকে উঠে যেতে অনুরোধ করতে হবে। কিন্তু যে ভাবে তিনি ওঁদের উঠে যেতে বলেছেন, তা অনুচিত। ক্ষমা চেয়ে নিচ্ছি।’’