Traffic Police

বেপরোয়া বাইক রুখতে দ্বিতীয়া থেকেই পথে বিশেষ দল

দ্বিতীয়ার বিকেল থেকেই ট্র্যাফিক পুলিশের ১৬টি দল রাস্তায় নামবে বেপরোয়া মোটরবাইকের দাপট ঠেকাতে। ওই তল্লাশি সারা রাত হওয়ার কথা রয়েছে।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৯
Share:

ছুটির দিনে বা ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতির মোটরবাইকই এখন মাথাব্যথার কারণ পুলিশের।

ছাড় নেই বেপরোয়া মোটরবাইক চালকদের। এমনকি, হেলমেট ছাড়া মোটরবাইক চালালেও নিস্তার মিলবে না এ বারের পুজোয়।

Advertisement

লালবাজার সূত্রের খবর, পুজোর সময়ে বেপরোয়া মোটরবাইকের দুর্ঘটনা রুখতে এ বার বিশেষ দল তৈরি করে রাস্তায় নামছে ট্র্যাফিক পুলিশ। আজ, মঙ্গলবার, অর্থাৎ দ্বিতীয়ার বিকেল থেকেই ট্র্যাফিক পুলিশের ১৬টি দল রাস্তায় নামবে বেপরোয়া মোটরবাইকের দাপট ঠেকাতে। ওই তল্লাশি সারা রাত হওয়ার কথা রয়েছে। ট্র্যাফিক পুলিশের একাধিক অফিসারদের নিয়ে ওই ১৬টি দল তৈরি করা হয়েছে। তারা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

কলকাতা ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, ছুটির দিনে বা ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতির মোটরবাইকই এখন মাথাব্যথার কারণ পুলিশের। কয়েক বছর ধরে পুজোর ভিড় এড়িয়ে যে সব রাস্তায় রাতে বেপরোয়া গতিতে বা তিন জন সওয়ারি নিয়ে মোটরবাইক ঘুরে বেড়ায়, সেখানেই ওই বিশেষ দল থাকবে। চালকদের বাগে আনতে ট্র্যাফিক আইন অমান্য করলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Advertisement

পুলিশের একাংশের মতে, প্রতি বছরই পুজোর সময়ে শহরকে যানজটমুক্ত রাখতে ব্যস্ত থাকতে হয় তাঁদের। বড় বড় পুজো মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় ঠেকিয়ে যান চলাচলের গতি যাতে বজায় রাখা যায়, তার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত ট্র্যাফিক পুলিশের বাহিনী। আর এর জেরে যে সব জায়গায় পুজো কম হয়, যেমন ই এম বাইপাস, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর ও পার্ক সার্কাসের মতো বিভিন্ন এলাকায় পুজোয় নজরদারি হয়ে পড়ে ঢিলেঢালা। আর তারই সুযোগ নেন মোটরবাইকচালকদের একাংশ। এমনকি, কম সংখ্যক পুলিশকর্মী থাকার সুযোগ নিয়ে তাঁরা সিগন্যালও মানেন না বলে অভিযোগ। পুলিশ জানাচ্ছে, এ বার সেই জায়গাতেই আঘাত হানতে চাইছে ট্র্যাফিক পুলিশ। পুলিশকর্তাদের আশা, এই বিশেষ দলের নজরদারির ফলে এ বার বেপরোয়া মোটরবাইক ও গাড়ির দৌরাত্ম্য ঠেকানো সম্ভব হবে।

লালবাজার সূত্রের খবর, সোমবার পুজোর আগে বৈঠক ছিল ট্র্যাফিক গার্ডের আধিকারিক এবং এসিদের নিয়ে। সেখানেই পুলিশকর্তারা ট্র্যাফিক গার্ডগুলিকে নিজেদের এলাকায় বেপরোয়া মোটরবাইক এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

সূত্রের খবর, এ দিনের বৈঠকে পুজোর দিনগুলিতে কাটা রুটে বেসরকারি বাস চালানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুজোয় যেখানে ভিড় হচ্ছে, সেখানেই শাটল হিসাবে বাস চলাচল করে। এমনটা যাতে না হয়, তা দেখার জন্য বলা হয়েছে। প্রয়োজনে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এক পুলিশকর্তার কথায়, ‘‘ভিড়ে ঠাসা এলাকার মধ্যেই কিছু বেসরকারি বাস বার বার চলাচল করে। যা নিয়মবিরুদ্ধ। তাই কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’ বৈঠকে জানানো হয়, চিৎপুর লকগেট উড়ালপুল দিয়ে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২৪ ঘণ্টাই উত্তরমুখী গাড়ি চলাচল করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement