তরুণীকে ‘হেনস্থা’, অভিযুক্ত পুলিশকর্মী

তরুণীর আরও অভিযোগ, এর পরে লেক টাউন থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে চিকিৎসকের রিপোর্ট আনতে বলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০২:১৪
Share:

প্রতীকী ছবি।

এক তরুণীকে মোটরবাইক থেকে টেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগরের এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ওই তরুণীর বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছেন সেই পুলিশকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভিআইপি রোডের দমদম পার্কের কাছে।

Advertisement

ফেসবুকে ওই ঘটনার বিবরণ দিয়ে অভিযোগকারিণী লিখেছেন, সে দিন সন্ধ্যায় কেষ্টপুরের অফিস থেকে অ্যাপ-বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। দমদম পার্কের কাছে এক ট্র্যাফিক কনস্টেবল চলন্ত অবস্থাতেই তাঁর ব্যাগ টেনে ধরায় তিনি রাস্তায় পড়ে যান। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও আহত হয়েছেন ওই তরুণী। তাঁর ব্যাগে থাকা মোবাইল ফোনটিও ক্ষতিগ্রস্ত হয়।

তরুণীর আরও অভিযোগ, এর পরে লেক টাউন থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে চিকিৎসকের রিপোর্ট আনতে বলা হয়। তরুণীর দাবি, এর পরে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে সেই রিপোর্ট নিয়ে যাওয়ার পরেও রাত দেড়টা পর্যন্ত অভিযোগ নেওয়া হয়নি। বুধবার ফের ওই থানায় গেলেও পুলিশ পরোক্ষে এফআইআর নিতে অস্বীকার করে বলে অভিযোগ।

Advertisement

পুলিশের আবার পাল্টা দাবি, একটি বাইক লেন ভাঙায় দমদম পার্কের কাছে সেটিকে থামানো হয়েছিল। সে সময়ে ওই অ্যাপ-বাইকটিও লেন ভেঙে এগোচ্ছিল। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ হাত দেখিয়ে থামতে বললে ওই বাইকটি পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করে। সে সময়ে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লেগে বেসামাল হয়ে যায় ওই অ্যাপ-বাইক। পুলিশের দাবি, সে সময়ে ওই তরুণী বাইক থেকে পড়ে যাচ্ছিলেন। অভিযুক্ত ট্র্যাফিক কনস্টেবল তাঁকে বাঁচানোর জন্যই ব্যাগটি ধরেছিলেন। কিন্তু তাতেও ওই তরুণী রাস্তায় পড়ে যান। তাঁকে কোনও ভাবেই হেনস্থা করা হয়নি। থানা থেকে মেডিক্যাল রিপোর্ট আনতে বলা হয়েছিল।

তরুণী এবং ওই কনস্টেবল, দু’জনেই পরস্পরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement