Crime

বাঁশ দিয়ে ব্যবসায়ীকে মার, মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

বাঁশ দিয়ে মারধর করায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মণ্ডলপাড়া এলাকায়। মৃতের নাম সুদীপ মণ্ডল (৪২)। পুলিশ জানায়, মান্তু মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে ওই ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই রাতে বাড়ির লাগোয়া নিজের মুদিখানার দোকানের সামনে বসেছিলেন সুদীপবাবু। অভিযোগ, মান্তু সেই সময়ে মত্ত অবস্থায় আশপাশের লোকজনকে গালিগালাজ করছিল। সুদীপবাবু মান্তুকে বাড়ি চলে যেতে বলেন। কিছু ক্ষণ পরে মান্তু বাড়ি চলে যায়। সুদীপবাবু দোকান বন্ধ করে রাস্তার পাশে একটি বেঞ্চে বসেছিলেন। স্থানীয়দের দাবি, এর পরে মান্তু একটি বাঁশ হাতে নিয়ে এসে সুদীপবাবুর উপরে আচমকা হামলা চালায়। সুদীপবাবুকে সে মাটিতে ফেলে বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। আশপাশের বাসিন্দারা ছুটে এলে বাঁশ ফেলে দিয়ে পালিয়ে যায় মান্তু। গুরুতর জখম অবস্থায় সুদীপবাবুকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এর পরে মান্তুকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement