Fire Accident

বিধাননগরে ঘরে আগুন লেগে পুড়ে মৃত এক জন

রাতে বাড়িটি জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দু’টি ইঞ্জিনের সাহায্যে দমকল পরিস্থিতি আয়ত্তে আনে। তবে অগ্নিদগ্ধকে বাঁচানো যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৪
Share:
তখনও জ্বলছে ঘর।

তখনও জ্বলছে ঘর। —নিজস্ব চিত্র।

বাড়ির ভিতরে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সল্টলেকের ডিএ ব্লকের একটি চার তলা বাড়িতে সোমবার রাতের ঘটনা। মৃতের নাম দেবর্ষি গঙ্গোপাধ্যায় (৪৭) বলে খবর পুলিশ ও দমকল সূত্রে। রাতে বাড়িটি জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দু’টি ইঞ্জিনের সাহায্যে দমকল পরিস্থিতি আয়ত্তে আনে। তবে অগ্নিদগ্ধকে বাঁচানো যায়নি। পুলিশ ও দমকলের প্রাথমিক সন্দেহ, ওই ব্যক্তি ভিতরে ধূমপান করছিলেন। কোনও ভাবে ঘরে আগুন লেগে যায়। বাড়িতে তাঁর স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে ছিলেন। মৃত ব্যক্তির মা নীচে থাকতেন। তাঁরা ঘর থেকে বেরোতে পারলেও দেবর্ষি ভিতরে আটকে যান। পুলিশের সন্দেহ, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। রাতে দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিজনের সঙ্গে কথা বলেন। দমকলমন্ত্রী বলেন, “ফরেন্সিক পরীক্ষাতেই আগুন লাগার কারণ নিশ্চিত বোঝা যাবে। তবে সিগারেটের টুকরো বা ওই গোত্রের কিছু থেকেই আগুন লাগার সম্ভাবনা। ওই ব্যক্তির মৃত্যুর নিশ্চিত কারণটিও ময়না তদন্তে স্পষ্ট হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement