bike accident

গাড়িতে ধাক্কা বেপরোয়া বাইকের, মৃত চালক

মঙ্গলবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ তনবির হোসেন (২০)। ওই রাতে বন্ধুকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে আসছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ০৭:৩৩
Share:

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় মৃত্যু হল বাইকচালকের। প্রতীকী চিত্র।

রাতের শহরে আবারও বেপরোয়া মোটরবাইক। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় মৃত্যু হল বাইকচালকের। আহত হয়েছেন আরোহী। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ওয়াটগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ তনবির হোসেন (২০)। ওই রাতে বন্ধুকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে আসছিলেন তিনি। তীব্র গতিতে গার্ডেনরিচ রোড ধরে আসার সময়ে বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ডের কাছে নিয়ন্ত্রণ হারান তনবির। সোজা গিয়ে বাইকটি ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ির পিছনে। ছিটকে পড়েন তনবির এবং তাঁর বন্ধু। তনবিরের মাথায় গুরুতর চোট লাগে। কর্তব্যরত পুলিশকর্মীরাই দু’জনকে এসএসকেএমে নিয়ে যান। সেখানে বুধবার সকালে মৃত্যু হয় তনবিরের।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি ওয়াটগঞ্জের প্রিন্স দিলওয়ার ঝা লেনে। এলাকারইএকটি পোশাকের কারখানায় কাজ করতেন তনবির। তবে মাঝরাতেফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে কী ভাবে বাইকটি ধাক্কা মারল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরাও। লালবাজারের এক আধিকারিক বলেন, ‘‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃত যুবকের দেহের ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। তার রিপোর্ট এলে বিষয়টা স্পষ্ট হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement