ফিরহাদ হাকিম।
তিন বছর আগে বাড়ির মিউটেশনের জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ সাহা। আজও তা হয়নি। বুধবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এ বিষয়ে সরাসরি মেয়রের কাছে অভিযোগ জানালেন তিনি। মেয়র তাঁর কাছে জানতে চান, বাড়ি নিয়ে শরিকি কোনও দ্বন্দ্ব রয়েছে কি না। সোমনাথ জানান, কোনও শরিকি সমস্যা নেই। তখন মেয়র তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘‘এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। না হলে সরাসরি আমার অফিসে এসে জানাবেন।’’
এ দিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মিউটেশন এবং বেআইনি নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ শুনতে হয় মেয়রকে। দক্ষিণ
কলকাতার ৮৯ নম্বর ওয়ার্ডের সুলতান আলম রোডের বাসিন্দা অপর্ণা রায়ের কাতর আবেদন, ‘‘আমরা পরিবারের সকলেই প্রতিবন্ধী। মিউটেশনের লাইনে দাঁড়ানোর শক্তি নেই। কিছু যদি করেন।’’ মেয়র তাঁকে বলেন, ‘‘পুরসভার কর্মী আপনার বাড়িতে গিয়ে আবেদনপত্র পূরণ করিয়ে নিয়ে আসবেন।’’ হালদারবাগান রোডের এক বাসিন্দা মেয়রকে বলেন, ‘‘বাড়ির কলে জল আসছে না। পুরসভার মিস্ত্রি এসে জানিয়েছেন, ৩০ হাজার টাকা লাগবে।’’ তা শুনে মেয়র বলেন, ‘‘পুরসভার লাইসেন্স পাওয়া এক শ্রেণির কলের মিস্ত্রি এ সব করছেন। কোনও টাকা দেবেন না। আমাদের লোক দু’-এক দিনের মধ্যেই আপনার বাড়িতে যাবে।’’