প্রতীকী ছবি।
অভিযোগ দায়ের হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করে ফেলল বড়বাজার থানা।
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে বড়বাজারের ব্যবসায়ী শারদকুমার ভট্ট অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে হিরে বসানো সোনার গয়না চুরি গিয়েছে। যার দাম প্রায় ৮ লক্ষ টাকা। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ বুধবার এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম দিলীপ বণিক ওরফে ভোলা। উদ্ধার হয়েছে চুরি হওয়া গয়নাও।
কী ভাবে ধরা পড়ল চোর?
সূত্রের খবর, অভিযোগকারী ব্যবসায়ী জানিয়েছিলেন, তাঁর নেতাজি সুভাষ রোডের বাড়িতে ওই সময়ে রঙের কাজ চলছিল। এবং ঘটনার পর থেকেই ভোলা নামে এক রং মিস্ত্রির খোঁজ পাওয়া যাচ্ছে না। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভোলা ওই মিস্ত্রির আসল নাম নয়। তার মোবাইলটিও বন্ধ। সেই সঙ্গে পুলিশ জানতে পারে, ভুয়ো তথ্য দিয়ে ওই মোবাইলের সিম নেওয়া হয়েছিল।
তদন্তকারীরা জানান, চোর পেশায় রং মিস্ত্রি— এই সূত্র ধরেই তাঁরা তদন্ত শুরু করেন। শহরের কোথায় কোথায় রং মিস্ত্রিদের ঠেক রয়েছে, সেই তালিকা তৈরি করা হয়। সেই মতো তাঁরা সন্দেহভাজনের ছবি আঁকিয়ে রাজাবাজার, খিদিরপুর, ভবানীপুর-সহ বিভিন্ন জায়গায় নিয়ে যান শনাক্তকরণের জন্য। পুলিশের দাবি, পার্ক সার্কাসের কয়েক জন ওই স্কেচ দেখে চিনতে পারেন। তাঁরাই জানান, ওই যুবকের নাম দিলীপ। সে সুন্দরীমোহন অ্যাভিনিউয়ে একটি বাড়িতে রঙের কাজ করছে। তাঁদের কাছ থেকে দিলীপের মোবাইল নম্বরও পায় পুলিশ।
কিন্তু সেটিও বন্ধ থাকায় তদন্তকারীরা ফের অন্য মিস্ত্রিদের দ্বারস্থ হন। এর পরেই নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হানা দেওয়া হয় উল্টোডাঙায় দিলীপের বাড়িতে। সেখান থেকেই ধরা হয় তাকে। উদ্ধার হয় গয়না।