Accidental Death

দাঁড়ানো ট্রাকে ধাক্কা বাসের, মৃত্যু শ্রমিকের

কাজের ফাঁকে দাঁড়ানো ট্রাকের সামনে রাস্তার উপরেই বসেছিলেন রহমান। সেই সময়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে ধাক্কা মারে। বাসের আচমকা ধাক্কায় দাঁড়ানো ট্রাকটি এগিয়ে গিয়ে সামনে বসে থাকা রহমানকে পিষে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৬:১৩
Share:

—প্রতীকী চিত্র।

দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে বাস ধাক্কা মারায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বারুইপুর-ক্যানিং রোডে, উত্তরভাগের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রহমান লস্কর (৫৫)। তাঁর বাড়ি বারুইপুর থানার সূর্যপুর এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন ভোরে ট্রাকটি বালি বোঝাই করে ওই এলাকায় যায়। উত্তরভাগে একটি রিসর্ট তথা বিনোদন পার্কের সামনে রাস্তার ধারে ট্রাকটি দাঁড় করিয়ে বালি নামানো হচ্ছিল। বালি নামানোর কাজ করছিলেন রহমান-সহ কয়েক জন। কাজের ফাঁকে দাঁড়ানো ট্রাকের সামনে রাস্তার উপরেই বসেছিলেন রহমান। সেই সময়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে ধাক্কা মারে। বাসের আচমকা ধাক্কায় দাঁড়ানো ট্রাকটি এগিয়ে গিয়ে সামনে বসে থাকা রহমানকে পিষে দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রহমানের ভাই সালাউদ্দিন লস্কর বলেন, “ট্রাকের সামনে রাস্তায় বসেছিল দাদা। সেই সময়ে পিছনে বাস ধাক্কা মারে। ট্রাকের চাকায় দাদার দেহ পিষে যায়। শুনেছি, বাস ড্রাইভারের ঘুম এসে গিয়েছিল। তাতেই বিপত্তি ঘটে।” পুলিশ জানিয়েছে, রহমানের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বাসটির খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement