Congress

ব্যাঙ্কশালে বিক্ষোভ, জামিন কংগ্রেস কর্মীদের

এ দিন ব্যাঙ্কশাল আদালতে উপস্থিত কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সন্তোষ পাঠকের অভিযোগ, বৃহস্পতিবার রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে ২০০০ টাকার নোট ভাঙানোর লাইনে হামলা চালায় কয়েক জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

মিথ্যা মামলায় তাঁদের দুই কর্মীকে ফাঁসানো হয়েছে, অবিলম্বে মুক্তি দিতে হবে। এই দাবি তুলে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকদের একাংশ। যদিও দিনের শেষে দুই কংগ্রেস কর্মী-সহ সংশ্লিষ্ট মামলার চার জনকেই আদালত জামিন দিয়েছে।

Advertisement

এ দিন ব্যাঙ্কশাল আদালতে উপস্থিত কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সন্তোষ পাঠকের অভিযোগ, বৃহস্পতিবার রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে ২০০০ টাকার নোট ভাঙানোর লাইনে হামলা চালায় কয়েক জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী। দুঃস্থ কয়েক জন মহিলা সামান্য কিছু অর্থের বিনিময়ে ওখানে লাইনে দাঁড়িয়ে ২০০০ টাকার নোট ভাঙিয়ে দেন। ওই দুষ্কৃতীরা তাঁদের থেকে টাকা চায়। টাকা না দিতে পারলে তাঁদের সরে যেতে বলে। এ-ও বলা হয়, ওই মহিলাদের বদলে অন্য কয়েক জন লাইনে দাঁড়িয়ে কাজ করবেন। সেখানে এক মহিলার উপরে ক্ষুর চালানোর প্রতিবাদে বিক্ষোভ দেখান বড়বাজার যুব কংগ্রেসের সভাপতি সানি সিংহ ও লালন যাদব নামে দুই কংগ্রেস কর্মী। তাঁদেরই গ্রেফতার করা হয়!

সন্তোষ বলেন, ‘‘মিথ্যা মামলায় গ্রেফতারির বিরুদ্ধেই আমরা আজ ব্যাঙ্কশাল আদালতের সামনে বিক্ষোভ দেখিয়েছি। বিচারক পরিস্থিতি বুঝে জামিন দিয়েছেন।’’ তৃণমূলের তরফে আগেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের ৪৫ নম্বর ব্লক নেতৃত্বের দাবি, হামলাকারীদের সঙ্গে দলের যোগ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement