শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রতীকী চিত্র।
সকালের ব্যস্ত সময়ে রাস্তার পাশে তোয়ালে জড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতেদেখেছিলেন কয়েক জন। তোয়ালের আশপাশে মাছি উড়তে দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে গিয়ে তোয়ালে খুলতেই মেলে এক সদ্যোজাত কন্যার দেহ। দ্রুত আশপাশেখোঁজ নেওয়ার পাশাপাশি বৌবাজার থানায় খবর দেন স্থানীয়বাসিন্দারা।
শনিবার ঘটনাটি ঘটেছে বৌবাজার থানা এলাকার বো-ব্যারাকেরকাছে, ১৩ নম্বর রবার্ট স্ট্রিটে। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যু কী ভাবে হল, এই প্রশ্নের পাশাপাশি পুলিশকে ভাবাচ্ছে, কারা তাকে ওই ভাবে রাস্তায় ফেলে গেল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,শুক্রবার রাতে এলাকায় এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখাগিয়েছিল। পুলিশ এই বক্তব্য খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বয়স দুই থেকেতিন দিন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এ দিন ভোরে জঞ্জাল সাফ করতে আসা কয়েক জন প্রথমে তোয়ালে জড়ানো কিছু পড়ে থাকতে দেখেন। দ্রুত খবর যায়আশপাশের বাড়িতে। সেই বাসিন্দাদেরই এক জন পুলিশে খবর দেন। কী ভাবে শিশুটি মারা গেল, আপাতত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। কলকাতা পুলিশ মর্গে দেহের ময়না তদন্ত হওয়ার কথা।
এ দিন ঘটনাস্থলে গেলে এলাকার এক জন বলেন, ‘‘কালরাতে এই রাস্তায় এক মহিলাকে ওই ভাবে তোয়ালে জড়ানো একটি বাচ্চাকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। বিষয়টি পুলিশকেওজানিয়েছি।’’ পুলিশ ওই ব্যক্তির বক্তব্য রেকর্ড করেছে। তাঁর দাবি সত্যি কি না, তা জানতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়েদেখা হচ্ছে।
এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘শিশুটির মৃত্যু কী ভাবে হয়েছে, তা স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজও।’’