Dengue Death in Kolkata

কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার, ভর্তি ছিল বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে

মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। কিশোরের মৃত্যুতে শোক, ক্ষোভ মিশে গিয়েছে নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৬:৪২
Share:

সারা রাজ্যেই বৃদ্ধি পেয়েছে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে দুশ্চিন্তা। — ফাইল চিত্র।

ডেঙ্গি প্রাণ কাড়ল কলকাতার এক কিশোরের। নিউ আলিপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির স্কুল পড়ুয়া সৃজন বসুকে দু’দিন আগে ভর্তি করানো হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। কিশোরের মৃত্যুতে শোক, ক্ষোভ মিশে গিয়েছে নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে। সূত্রের খবর, কিশোরের মৃত্যুর সংশাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই কিশোরকে। রক্ত পরীক্ষায় রিপোর্ট এসেছিল পজ়িটিভ।

এ বার সারা রাজ্যেই ডেঙ্গির প্রকোপ বেশি। উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বেশ কিছু জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে। মঙ্গলবারই আমডাঙার এক ব্যক্তির মৃত্যু ঘিরে পরিবারের লোকজনের বিক্ষোভে তপ্ত হয়েছিল বারাসত হাসপাতাল। বুধবার কলকাতার কিশোরের মৃত্যুর ঘটনা ঘটল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement