প্রতীকী চিত্র
অনলাইন প্রতারণার শিকার হলেন সঙ্গীতশিল্পী সৈকত মিত্র। ঘটনাটি ঘটেছে সোমবার। শিল্পীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার থানা। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ জানিয়েছে, সৈকতবাবুর এক ঘনিষ্ঠ বন্ধু তাঁর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপন দেখে গত ২০ জানুয়ারি এক ব্যক্তি সৈকতবাবুর বন্ধুকে ফোন করেন। তিনি নিজেকে সেনাবাহিনীর অফিসার বলে পরিচয় দেন। তদন্তকারীরা জানান, সৈকতবাবুর বন্ধুর ‘গুগল পে’ অ্যাকাউন্ট না থাকায় তিনি সৈকতবাবুকে ফোন করে সাহায্য নেন।
বৃহস্পতিবার শিল্পী বলেন, ‘‘আমার মোবাইল থেকে বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলাম। উল্টে অভিযুক্ত ব্যক্তি তার দু’টি মোবাইল কাজে লাগিয়ে আমার অ্যাকাউন্ট থেকেই ৮০ হাজার টাকা তুলে নেয়!’’ তাঁর কথায়, ‘‘আমি নিজে অনলাইনে বহু লেনদেন করি। সোমবার আমি কলকাতার বাইরে ছিলাম। ওই ব্যক্তি তার মোবাইল থেকে বারকোড পাঠানোর পরে আমি সেটি স্ক্যান করতেই আমার অ্যাকাউন্ট থেকে দু’ধাপে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।’’ এর পরেই সাইবার থানায় ইমেল করে ঘটনাটি জানান শিল্পী। পাশাপাশি তাঁর বাড়ি আনন্দপুর থানা এলাকায় হওয়ায় সেখানেও লিখিত অভিযোগ দায়ের করেন।