প্রতীকী ছবি।
ব্যাঙ্ককের পথে প্রায় ৭০ লক্ষ টাকার বিদেশি মুদ্রা-সহ চার বিমানযাত্রীকে কলকাতায় আটক করল সিআইএসএফ। সেই বিদেশি মুদ্রা-সহ তাঁদের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, রবিবার সকালে ১১টা ২৪ মিনিটে আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনীতে আসেন পঞ্জাবের মকবুলপুরের বাসিন্দা মনিন্দর সিংহ। সঙ্গে দু’টি হাত ব্যাগ। সেগুলি এক্স-রে করার সময়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। ব্যাগ তল্লাশি করে দেখা যায়, মোবাইলের একটি চার্জারের মধ্যে লুকানো রয়েছে ৮ হাজার ইউরো। তাঁর অন্য ব্যাগটির তলায় লুকানো কুঠুরি থেকে পাওয়া যায় ২৫ হাজার মার্কিন ডলার। দু’মিনিট পরে ওই একই জায়গার বাসিন্দা ভূপেন্দ্র সিংহ এলে তাঁরও হাত ব্যাগ থেকে ৪০ হাজার মার্কিন ডলার ও ৭৫০০ তাই ভাট পাওয়া যায়। ভূপেন্দ্রর সঙ্গে ৬৪ হাজার ভারতীয় টাকাও ছিল। তাঁদের দু’জনেরই ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই একই উড়ান ধরতে সকাল ১১টা ৪৬ মিনিটে নিরাপত্তা বেষ্টনীতে পৌঁছন কলকাতার বাসিন্দা আসিফ ইকবাল। তাঁর ব্যাগ থেকে ৮ হাজার মার্কিন ডলার এবং তাঁর সঙ্গী মহম্মদ ইমরানের ব্যাগ থেকে ১৪৭০০ মার্কিন ডলার এবং ৮৭০০ তাই ভাট পাওয়া যায়। সব মিলিয়ে বাজেয়াপ্ত করা টাকা ও বিদেশি মুদ্রার পরিমান প্রায় ৬৯ লক্ষ ৫৯ হাজার টাকা। চার জনের কেউই এক পরিমাণ বিদেশি মুদ্রা সঙ্গে থাকার কোনও কারণ দেখাতে পারেননি বলে সিআইএসএফ জানিয়েছে।