টালা সেতু ভাঙতে চাই ৩২ কোটি

জানুয়ারিতেই ভাঙার কাজ শুরু করে দিতে চাইছে পূর্ত দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৪:২৫
Share:

টালা সেতু ভাঙার তোড়জোড় শুরু। —ফাইল চিত্র

নতুন সেতু গড়তেই হবে টালায়। তার আগে পুরনো সেতুটি ভাঙতে হবে এবং তাতে খরচ হতে পারে সর্বাধিক ৩২ কোটি টাকা। রেল এবং রাজ্য সরকার সেই হিসেব ধরেই ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। সেতু ভাঙার জন্য ইতিমধ্যেই দরপত্র চেয়েছে রেল এবং রাজ্যের পূর্ত দফতর। তাতেই বেঁধে দেওয়া সর্বাধিক দরের চেয়ে ঠিকাদার সংস্থাগুলি কত কম খরচে ভাঙার কাজটা করতে পারবে, তা জানাতে বলা হয়েছে। দু’পক্ষ ৩২ কোটির মধ্যে সেতু ভাঙা সম্ভব হবে বলে মনে করলেও ঠিকাদার সংস্থাগুলির দর দেওয়ার উপরেই তা নির্ভর করবে বলে জানান পূর্তকর্তারা।

Advertisement

টালা সেতুর মাঝখানের অংশ রেল ওভারব্রিজ। দু’পাশের অংশ পূর্ত দফতরের অধীনে। দু’পাশের অ্যাপ্রোচ রোডের অংশ ভাঙবে পূর্ত দফতর। ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। জানুয়ারিতেই ভাঙার কাজ শুরু করে দিতে চাইছে পূর্ত দফতর। পূর্তকর্তাদের একাংশ জানাচ্ছেন, রেলের অংশটি ভাঙতে ৩০ কোটি টাকা খরচ হবে বলে রেলের ইঞ্জিনিয়ারেরা মনে করছেন। পূর্ত দফতরের অ্যাপ্রোচ রোডের অংশ ভাঙতে খরচ দাঁড়াতে পারে দু’‌কোটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement