কিনারা হয়নি ৩ মাসেও

তিন মাসেও কিনারা হল না গার্ডেনরিচের দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরের একাধিক চুরির।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০১:৫৮
Share:

তিন মাসেও কিনারা হল না গার্ডেনরিচের দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরের একাধিক চুরির।

Advertisement

রেল সূত্রে খবর, জানুয়ারিতে ওই দফতরের তিনটি অফিস থেকে কয়েক দিনের ব্যবধানে তিনটি চুরি হয়। চুরি যায় ১৪টি কম্পিউটার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম। তিনটি ঘটনাতেই থানায় অভিযোগও জানানো হয়। তবে রেলের অভিযোগ, পুলিশি গাফিলতিতেই চুরির কিনারা হচ্ছে না।

লালবাজার জানিয়েছে, প্রথমে থানা তদন্ত শুরু করলেও সম্প্রতি তদন্তভার গিয়েছে বন্দর বিভাগের বিশেষ শাখার (এসএসপিডি) দুই অফিসারের হাতে। তাঁরা অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েক জনকে জিজ্ঞাসাবাদ ও খিদিরপুরের নানা জায়গায় হানা দিয়েছেন। পুলিশ জানায়, প্রতি ক্ষেত্রেই রাতে জানলা ভেঙে ঢুকেছিল দুষ্কৃতীরা। তদন্তকারীদের দাবি, চুরিতে অনেকে জড়িত। কারণ একা কারও পক্ষে কম্পিউটারগুলি জানালা দিয়ে বার করা সম্ভব না। ঘটনায় পরিচিত কেউ যুক্ত বলে দাবি পুলিশের।

Advertisement

পুলিশের একাংশের অভিযোগ, ঘটনাস্থলে সিসিটিভি নেই ও রেলরক্ষীরাও কিছু জানাতে পারেননি। পুলিশ জেনেছে, অফিস বন্ধের পরে ওই চত্বরে রাতে বহিরাগতেরা জমা হন ও চতুর্থ শ্রেণির কর্মীদের একাংশের মদতে সেখানেই রাত কাটান। চতুর্থ শ্রেণীর কর্মীদের জিজ্ঞাসাবাদ করলেও চুরির ঘটনার কিনারা হয়নি বলে জানায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement